Home ময়মনসিংহ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন

4
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে গফরগাঁও প্রেস ক্লাব।
মানববন্ধনে বলা হয়, শুধু সাংবা‌দিক তু‌হিন‌কে হত‌্যা নয়, গাজীপু‌রে আরেক সাংবাদিককে নৃশংসভা‌বে নির্যাতন করা হ‌য়ে‌ছে। সারা দে‌শে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। যা দে‌শে এক ভীতিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রে‌ছে।
মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।
প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও গফরগাঁও  কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক রুবেল মাহমুদ ও সদস্য সচিব দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল আনসারি।
মানববন্ধনে বক্তব্য দেন, আতাউর রহমান মিন্টু, মতিউর রহমান, মানছুর আহমেদ, তফাজ্জল হোসেন, শফিউল আলম মারুফ, আজাহারু ইসলাম, আসাদুদ জামান সোহেল সহ অন্যান গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হত্যা শুধু একটি পরিবার নয়, সমগ্র সাংবাদিক সমাজকে আহত করেছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান মানববন্ধনে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here