Saturday, September 13, 2025
spot_img
Home ময়মনসিংহ নেপালের সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন বাকৃবির নেপালি শিক্ষার্থীরা

নেপালের সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন বাকৃবির নেপালি শিক্ষার্থীরা

2
media image

বাকৃবি প্রতিনিধি : নেপালে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় নিহতদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্নাতকোত্তর নেপালি শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, দীর্ঘদিন ধরে নেপালে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে। স্থানীয় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন থমকে গেছে। বিশেষ করে তরুণ সমাজ ক্ষোভে ফেটে পড়েছে, যাদের অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয়। এমনকি পোস্ট মুছে ফেলা ও ব্যবহারকারীদের গ্রেপ্তার করার ক্ষমতা সরকারের হাতে নেয়ার চেষ্টা হয়। এর বিরুদ্ধেই তরুণরা আন্দোলনে নামতে বাধ্য হয়।

media image

পিএইচডি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, আজ আমরা মোমবাতি প্রজ্জ্বলন, নীরবতা পালন এবং প্ল্যাকার্ড হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তাদের ত্যাগ যেন বৃথা না যায়। মতপ্রকাশের স্বাধীনতা আর দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন চলতেই থাকবে। দেশ থেকে দূরে থাকলেও আমরা আমাদের মানুষদের পাশে আছি।

উল্লেখ্য, সোমবার নেপালে দুর্নীতি ও সেন্সরশিপবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশু ও কলেজ শিক্ষার্থীরাও ছিল। পরদিন মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আরও তিনজন প্রাণ হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here