
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এর মধ্যে ডাকাতি প্রস্তুতির সময় ৬ জন এবং মাদক বিরোধী অভিযানে ২ জনকে আটক করা হয়।
গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ) রাতে ভালুকা থানার কাঠালী সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হয়ে বিভিন্ন বসতবাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জেলা-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ মনির হোসেন (২৮), চুনারুঘাট উপজেলার মোঃ শাজাহান মিয়া (২৭) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিপন মিয়া (২৩), মোঃ আব্দুল মমিন রুমন (২৪) ময়মনসিংহ জেলার ধোবাউড়ার শহিদুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো দা, ২টি টর্চলাইট, ১টি হেক্সো ব্লেড, ১টি লোহার পাইপ, ১টি রশি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। ওই রাতে কাঠালী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মোঃ শাহজামাল (৪৫) ও মোঃ কামরুল হাসান (২৫) গ্রেফতার করে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ডাকাতি ও মাদক চক্রের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।