
হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আকনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হালুয়াঘাট সদর ক্লাস্টারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় তিনটি বিষয়ের ৩৪ টি বিদ্যালয়ের ৯ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিনা আক্তার খাতুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল প্রমূখ।
আকনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, এমন প্রতিযোগীতার আয়োজন করায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এসেছেন। সবার একটাই প্রত্যাশা যেন ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান থাকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিনা আক্তার খাতুন বলেন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ স্যারের এমন উদ্যোগে হালুয়াঘাট উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছেন। এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা, ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিত বিষয়ের ভীতি দূর করতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মসূচি যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা বৃদ্ধি করার জন্য আমি নিজে এ উদ্যোগ গ্রহণ করি। যা ব্যাপক প্রশংসিত হচ্ছে। আমি চাই এটি যেন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা উদ্বোর্ধ হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।