তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচিত : রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, পরিবেশ নিয়েও ভাবছে বিএনপি

1

নিজস্ব প্রতিনিধি: “আজ একটি গাছ, আগামীতে শ্বাস,তাই শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা এখন আর শখ নয়, এটি প্রয়োজন এবং দায়িত্ব।” একথা বলেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান।

তিনি বলেন, “আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকি না। মানুষের জীবন ও প্রকৃতির জন্য যা প্রয়োজন, তা নিয়েও কাজ করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শহরকে সবুজ করে তোলার জন্য কাজ করছি।”

তিনি আরও বলেন, “যেখানে জায়গা পাবেন, সেখানে অন্তত একটি করে গাছ লাগান। তাতে নিজের পরিবার ও সমাজ উপকৃত হবে। আমরা চাই ময়মনসিংহ হবে একটি সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন শহর। গাছ লাগানো শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি আমাদের সামাজিক দায়িত্ব।”

গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ইসলামি একাডেমির সামনে, আকুয়া উত্তর পাড়া জামে মসজিদ মোড়, এবং ভাঙার-পুল এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছ বিতরণ করা হয়।

এসময় মহানগর বিএনপি’র ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ও মো. দুলাল মিয়া, বিএনপি নেতা আলাউদ্দীন খোকা, ডা. জাহাঙ্গীর আলম রিপন, হাফিজুর রহমান সুমন, শফিকুল ইসলাম, মীর আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাফায়েত খান রাফা, আবির ইসলাম শিশির, আকিব, রৌদ্র, মারুফ, তৌফিক, অলি, ইলহাম ও অন্যান্য সক্রিয় কর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here