Thursday, September 18, 2025
spot_img
Home ময়মনসিংহ ভালুকায় শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

ভালুকায় শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

2
media image
ছবি

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালীয়াপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় স্থানীয়রা গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক মিয়াকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, মো. সিদ্দিক মিয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়া পাড়ায় ভাড়ায় বসবাস করে ভ্যান গাড়িতে করে সব্জি বিক্রি করেন এবং অটো চালান। ঘটনার দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্দিক ওই শিশুকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিদ্দিক মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, চার বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় জনতার হাতে আটক সিদ্দিক মিয়াকে থনা নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here