২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

8

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর কভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর আগে শনিবার সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়; যা এ বছর এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজন ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং অন্যজনের ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা বিভাগে, বাকি দু’জন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। একজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, অন্য দু’জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮২টি নমুনা পরীক্ষায় ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১২টি নমুনা পরীক্ষা করে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং রাজশাহীতে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের অনুরোধ করেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।

দেশে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে দেশে সোমবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here