ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫ শত টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ এক প্রেস বিফ্রিং এ সব তথ্য জানিয়ে তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামক স্থানে নওশের আলীর বাড়ী থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) কে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫শত টাকা ও দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিজ্ঞ আদলাতে প্রেরণ করা হয়েছে।