ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক ‎

9

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ পড়ুয়া ছাত্রীর গোসলের ভিডিও ধারণ ও যৌন হয়রানির অভিযোগে আশিকুল ইসলাম শুভ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত যুবক উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে ও তার মাতা পুটিজানা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

‎পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

‎অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই যুবক ‎কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানা কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। এনিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

‎‎পরে গত ২১ জুলাই সকালে ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত শুভ গোপনে মোবাইল ফোনে অশালীন ভিডিও ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ওই ছাত্রী চিৎকার করলে তাকে জোরপূর্বক গোসলখানায় ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে। এঘটনায় ভুক্তভোগীর ডাকচিৎকারে তার স্বজেনরা এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।

‎ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

‎‎এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগের প্রেক্ষিতে তাকেগ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here