জুলাই সনদ ও ঘোষণাপত্রের সঙ্গে জনগণ নির্বাচনের ঘোষণাও চায় বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, রোজার আগে নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, নির্বাচিত সরকার এবং সংসদের মাধ্যমেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বিএনপি ধারণ করে। কিন্তু একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অহেতুক বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টির করছে নির্বাচন বিলম্বিত করতে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক দাবিদার সেজে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বারওয়ারী ব্যবসা করতে চেয়েছে।হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় শহীদের বাবা সাইদুল ইসলাম ফরাজী, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর আরেফিন পাপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।