ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেল ৩টায় তাঁর জানাযা নামাজ ত্রিশাল ইউনিয়ন নিজ এলাকায় পাঁচপাড়া কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক এমপি আলহাজ্ব হাফেজ রুহুল আমিম মাদানী ১৯৯৬ সালে আওয়ামিলীগ থেকে প্রথম বারের এমপি নির্বাচিত হন পরে ২০১৮ সালে দ্বিতীয় বারের মত আওয়ামীলীগ থেকেই পূনরায় এমপি নির্বাচিত হয়েছিলেন। সাবেক এমপি আলহাজ্ব রুহুল আমিন মাদানীর জানাযা নামাজে সমাজের সর্বস্তরের লোক অংশগ্রহণ করেন।