ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা’র অর্থায়নে ইউএনএফপিএ’র সহায়তায় সিরাক-বাংলাদেশ বাস্তবায়নাধীন ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সামাজিক ও ভৌগলিক অবস্থান থেকে অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রান্তিক ও জলবায়ু-সংবেদনশীল তরুণ জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা সংশ্লিষ্ট জাতীয় নীতিমালায় পরিবর্তন আনার লক্ষ্যে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের তরুণদের সাথে ধারাবাহিক পরামর্শমূলক সভা, কর্মশালা, ক্যাম্পেইন এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক একটি জাতীয় শ্বেতপত্র তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে এবং সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ এর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম খান, ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা এর উপ পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নাজনীন সুলতানা, ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাঃ সাদিকুন নাহার।
উদ্বোধনী বক্তব্যে সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন: আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন স্বাস্থ্য ও জলবায়ু দুটিই এক নাজুক পরিস্থিতির মুখোমুখি। এরমধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের দীর্ঘদিনের জমে থাকা বৈষম্য। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে তরুণরাই সামনে এসে নেতৃত্ব দিয়েছে। বর্তমান এই সংকটেও বৈষম্যের দেয়াল ভাঙতে, ন্যায় সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের সাথে তরুণদেরই এগিয়ে আসতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় (স্বাস্থ্য) এর কার্যালয় পরিচালক ডা.প্রদীপ কুমার সাহা বলেন, বাংলাদেশের শক্তি তরুণ জনগোষ্ঠী, যারা পরিবর্তনে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হাওড় অঞ্চল ও প্রতিবন্ধী তরুণদের ওপর বেশি পড়ছে। স্বাস্থ্য সেবায় চাহিদা সরবরাহের চেয়ে বেশি, তাই এইখাতে বাজেট বৃদ্ধি জরুরি। এক্ষেত্রে তরুণদের কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ মতিউর রহমান বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের প্রস্তুত করতে হবে। বাল্যবিবাহ রোধে নীতি ও অ্যাকশন প্ল্যান জরুরি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে পদক্ষেপ নিতে হবে।
এছাড়া কর্মশালার বিভিন্ন দলভিত্তিক সেশন উপস্থাপনা করেন সিরাক-বাংলাদেশ এর অ্যাডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রাহমান আকন্দ, আরোও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড এডমিনকো-অর্ডিনেটর ওমর ফারুক খান, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েট সুমাইয়া আক্তার। দলভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণরা কাঠামো বদ্ধ প্রশ্নপত্রে তাদের মতামত প্রদান করেন এবং তাদের উপস্থাপনাগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশ দেন।