
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ১২ জন শিক্ষার্থীকে এডভোকেট তপন বিহারি নাগ বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিভাগের মুট কোর্ট কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রতিটি শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা সমাজের কাছে আলাদা এক প্রত্যাশার জায়গা তৈরি করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে তারা দেশ ও সমাজকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা। সরকারের অর্থে পড়াশোনা করা শিক্ষার্থীদের সেই দায়িত্ববোধ থেকে সঠিকভাবে এগিয়ে আসতে হবে।
প্রথমবারের মতো এ বছর এই বৃত্তি প্রদান করা হলো। আয়োজকরা জানিয়েছেন, আগামীতে প্রতিবছরই আইন ও বিচার বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।
এছাড়া একই অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদেরও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনে সহযোগিতা করে মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।