
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভালুকা সেভেনস্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন,গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।
তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দেশের অনেক ইউপি চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে গেলেও তিনি তখনও এলাকায় থেকে ইউনিয়নের দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদের একটি অব্যবহৃত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, উক্ত কক্ষটি ইউনিয়ন পরিষদের কেউ ব্যবহার করেন না। এটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার নামে বরাদ্দকৃত এবং ওই কক্ষের চাবিও ইউনিয়ন পরিষদের কাছে নেই। এমনকি এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো প্রমাণ পায়নি।
এসময় উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাচ্চু, বিএনপি নেতা আবুল ও আবির, যুবদল নেতা তাজউদ্দীনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।