
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সভাপতিত্বে দুই শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
জানুন নিজের রক্তের গ্রুপ, বাঁচান জীবন নিশ্চিত স্বরূপ এই স্লোগানকে সামনে রেখে নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশের নেতৃত্বে একটি দক্ষ টিয়ের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এসময় দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাদেক, স্বজন সমাবেশের সদস্য এইচএম এমদাদুল হক, মাইদা আক্তার, সিয়াম, রকি, হৃদয় ও সাংবাদিক শাহজাহান ফকির সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামছ-ই-তাবরীজ রায়হান জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচিতি কার্ড (আইডি কার্ড) প্রদানের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় করার অত্যন্ত জরুরী। তাই বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পরিচিতি কার্ডও কোন রকম ফি ছাড়াই প্রদান করা হবে।