ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

6

ময়মনসিংহের ত্রিশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আহমদাবাদ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ময়মনসিংহ জিআরপি (রেলওয়ে) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here