ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার (২২ জুন) রাতে এসব অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও আসামিদের গ্রেফতার করা হয়। ঘটনায় মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার রাতে সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির অংশ হিসেবে জামালপুরগামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে অভিযান চালানো হয়। বাসে থাকা মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা মূল্যের এক হাজার প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার পশ্চিম কাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
একই রাতে ভরাডোবা-ঘাটাইল সড়কের বাকসাতরা মোড়ে অভিযান চালিয়ে মেদুয়ারী গ্রামের সিরু মিয়ার ছেলে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যমানের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আতিকুর রহমানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে।
অপরদিকে একই রাতে উপজেলার মাহমুদপুর ব্রীজঘাট এলাকায় সাব্বির অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে মাহমুদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।