Home ময়মনসিংহ মুক্তাগাছার তরুণ চঞ্চল : মানবকল্যাণে এক উজ্জ্বল নাম

মুক্তাগাছার তরুণ চঞ্চল : মানবকল্যাণে এক উজ্জ্বল নাম

10

                                                                                                                  ছবি : চঞ্চল

নিজস্ব প্রতিবেদক ॥
মুক্তাগাছার এক তরুণের নাম এখন মানুষের মুখে মুখে। তিনি চঞ্চল—পেশায় স্থানীয় কালামিয়া সুইটমিট হোটেলের ম্যানেজার, কিন্তু হৃদয়ে মানবসেবার এক বিশাল স্বপ্ন। প্রতিদিনের সীমিত বেতন থেকে সামান্য অর্থ জমিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল আনন্দ।

                                        ছবি : বক্ষ রোপন পৌর গোরস্থান, মুক্তাগাছা

নয়ন স্মৃতি সংসদের ব্যানারে কাজ

চঞ্চল ‘নয়ন স্মৃতি সংসদ’-এর ব্যানারে নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে এলাকায় গড়ে উঠেছে এক ধরনের সামাজিক আন্দোলন। গাছ লাগানো, পথশিশু ও এতিমদের খাবারের ব্যবস্থা করা, দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতা করা—সবই তিনি করে যাচ্ছেন নিজের সামর্থ্যে।

জনসচেতনতার কার্যক্রম

প্রতি সপ্তাহেই তিনি মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করেন। কখনও স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, কখনও পরিবেশ রক্ষায় গাছ লাগানো, আবার কখনও শিক্ষা নিয়ে অনুপ্রেরণামূলক প্রচারণা চালান। এসব উদ্যোগ স্থানীয়দের মনে সাড়া জাগিয়েছে। এসব কাজে তাকে সহযোগিতা করেন তার বন্ধুরা ও কিছু শুভাকাঙ্খী ।

                                      ছবি : বৃক্ষ রোপন 

মানুষের জন্য মানুষের কাজ

চঞ্চল বলেন,
“আমার স্বপ্ন বড় কিছু নয়। প্রতিদিনের বেতনের কিছু টাকা জমিয়ে রাখি, সেটি দিয়েই চেষ্টা করি অসহায়দের পাশে দাঁড়াতে। একজন মানুষ যদি আমার কারণে একটু উপকৃত হয়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

                          

                     ছবি :  অকেজো কল মেরামত ও বৃক্ষ রোপন 

স্থানীয়দের প্রশংসা

চঞ্চলের এসব কার্যক্রমে স্থানীয় মানুষ তাকে দেখছেন অনুকরণীয় তরুণ হিসেবে। তার অকৃত্রিম মানবসেবা ইতিমধ্যেই মুক্তাগাছার তরুণ সমাজে ছড়িয়েছে প্রেরণা।

একজন সাধারণ হোটেল ম্যানেজার হয়েও সমাজে যে আলো ছড়ানো যায়—চঞ্চল তার জীবন্ত প্রমাণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here