Home অন্যান্য ধর্ম ফুলবাড়িয়ায় আল-হেরা (উঃ বিঃ) ঈদে মিলাদুন্নবী পালিত

ফুলবাড়িয়ায় আল-হেরা (উঃ বিঃ) ঈদে মিলাদুন্নবী পালিত

3

ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।

এতে সভাপতিত্বকালে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। তিনি শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মাওঃ ফজলুল হক শামীম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, আবু তাহের, জাকির হোসেন, খাইরুন নাহার, রাশিদা বেগম, শারমিন আক্তার প্রমূখ।

এসময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে- মারিয়া আক্তার (নবম), তাহেরা আক্তার (৬ষ্ঠ) বিজয়ী হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here