ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টে আহত যোদ্ধা ছাত্রনেতা মোঃ মামুনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৪ আগস্ট)সন্ধ্যায় স্কয়ার মাস্টারবাড়ি নামকস্থানে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন মাসুদ পারভেজ চাঁন মিয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খালেদা নার্গিস, সদস্য হাজী আঃ রউফ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রাজু মণ্ডল, নজরুল ইসলাম চয়ন প্রমুখ।
প্রসঙ্গ, বৈষম্য বিরোধী আন্দোলনে মামুনের সহযোদ্ধা তোফাজ্জল হোসেন গত বছর ৪আগস্ট আন্দোলন চলা কালে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় নিহত হন। তোফাজ্জল হত্যার প্রত্যক্ষ স্বাক্ষী মামুনকে গত বছরের ফেব্রুয়ারী মাসে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এলাকা থেকে অপহরণ করা হয়। যে স্থানে তোফাজ্জল নিহত হয়েছেন ওই স্থানে আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করা হয়। দোসরদের ভয়ে মামুন বর্তমানে ভালুকা থেকে চাকুরি ছেড়ে নিজ বাড়ি নেত্রকোণা জেলায় চলে যান। সেখানে তিনি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।