শ্বশুরবাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন দিলেন যুবক

6

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীকে ফেরত না নিতে পেরে শ্বশুরবাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দিয়েছেন মো. মোজাহিদ (২৬) নামের এক যুবক। রবিবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামের মো. কাশেম আলী ফকিরের মেয়ে সুলতানা আক্তারকে (২৩) প্রায় চার বছর আগে বিয়ে করেন রসুলপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে মোজাহিদ।

বিয়ের এক বছর না পেরোতেই মুজাহিদ যৌতুকের জন্য স্ত্রী সুলতানাকে চাপ প্রয়োগ করেন। পরে কয়েক দফায় তাকে ৮০ হাজার টাকা দেয় সুলতানার পরিবার। কয়েক মাস পর ফের এক লাখ টাকা দাবি করেন মোজাহিদ। এতে সুলতানা রাজি না হলে তাকে মারধর করা হয়। এমন পরিস্থিতিতে বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে এমন ঘটনা আর ঘটবে না জানিয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসে মোজাহিদ। কিন্তু আবারও তাকে মারধর করা হয়। এতে ফের বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে তাকে নিতে এলে সে যেতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে বাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেয় মুজাহিদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুজাহিদুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here