ফুলবাড়িয়ায় জুলাই পুনর্জাগরণে প্রীতি ফুটবল ম্যাচ

8

ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়িয়ায় জুলাই পুর্ণজাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম,সঞ্চালনায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়নন কর্মকর্তা রওশন জাহান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, অফিসার ইনচার্জ ওসি মোঃ রুকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জোবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুইঁয়া, সমাজ সেবা অফিসার মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, বিএনপির নেতা শামসুর রহমান সুমন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য মীর জাহিদ, ইমরান হোসেন, ইমদাদুল হক টুটুল, আবু সাঈদ ভূঁইয়া বিপ্লব, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ। খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা, ধারাভাষ্যকার শাহজাহান মৃর্ধা প্রমুখ। প্রশাসন একাদশ ৪ গোল, জুলাই পূর্ণজাগরণ একাদশ ১ গোল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here