ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রূপচাঁন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার খিডিল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভাসমান শ্রমিক গফরগাঁওয়ে কাজ করতে আসেন। তারা দিনের বেলা কাজ শেষে রেলস্টেশনে রাত্রিযাপন করেন। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাইট ইঞ্জিন গফরগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন গুরুতর আহত হন। জিআরপি ফাঁড়ি পুলিশ সংশ্লিষ্টদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী দুঃখজনক ঘটনা উল্লেখ করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।