ফুলপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

4
ময়মনসিংহের ফুলপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পকে সহযোগিতায় ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে ফুল টাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ও সংলাপ ফোরামের আয়োজনে শনিবার (৯ আগস্ট) শ্যামপুর মিশনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। আদিবাসী দিবসে ফুলপুর উপজেলার আদিবাসী সম্প্রদায় অংশ গ্ৰহন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
সূধীর চিংচিং এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, পরিদর্শক  আলই চন্দ্র সরকার, মিশনের ফাদার, সিবিও নেতৃবৃন্দ ও সদস্য সংলাপ কিশোরী  এমএলই স্কুলের ছাত্র  ও সিডস প্রকল্পের কর্মীগণ। আদিবাসী দিবসের শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সুখরঞ্জন পাল। আদিবাসী দিবসের  র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের কিশোর কিশোরীরা অংশ গ্ৰহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শেষে মিশনের ছাত্রদের একটি ফুটবল ও দড়ি লাফের দশটী দরি ছাএদের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here