ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই আন্দোলনের শহীদ শাহজাহানের নামে নির্মিত মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ১৭টি স্টেডিয়ামের সঙ্গে একযোগে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। ধোবাউড়ায় উদ্বোধনী অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জামায়াতের আমির আঃ হালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়কারী আতিকুর রহমান, কোচ জুয়েল মিয়া, জুলাই আন্দোলনে আহত রায়হান মাহমুদ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ।