Home ময়মনসিংহ তারাকান্দায় জমি নিয়ে বিরোধে একজন খুন

তারাকান্দায় জমি নিয়ে বিরোধে একজন খুন

3

সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে জমি বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ হাসান(২২)নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সোহাগ হাসান বালিখাঁ ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামের মো.ইকবাল হোসেনের ছেলে।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,মঙ্গলবার বিকালে জনৈক সুরুজ আলীর বিরোধপূর্ণ এবং মামলা চলমান পতিত ভিটায় সুপারী গাছ থেকে সুপারী পাড়তে যায় সোহাগ হাসান।এ সময় আ. করিমের ছেলে প্রতিপক্ষ সারোয়ারের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে সারোয়ার বাড়ী থেকে টেটা এনে সোহাগের বুকে গাই দেয়।আহত সোহাগকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগ হাসানের মৃত্যু হয়।

এ সময় তিনি আরও বলেন-উভয় পক্ষের মধ্যে পূর্বের জমি বিরোধ এবং মামলা চলমান রয়েছে। ১ বছর পূর্বে সেখানে আরও একটি খুনের ঘটনা ঘটে। সোহাগের মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।হত্যকান্ডটির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here