ফুলবাড়িয়ায় সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

5

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনে- ১৫০, ময়মনসিংহ-৬ আসন হতে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদির।

শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার স্থানীয় ‘ফুড প্লেজার পার্টি সেন্টার’ ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি দলীয় বিভিন্ন পার্যায়ের নেতা-কর্মীদের নিয়ে, ফুলবাড়িয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় খেলাফত মজলিস’র ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদির বলেন, আগামী সংসদ নির্বাচনে দল আমাকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষে সৎ ও চরিত্রবান লোকের বিকল্প নেই। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। ফুলবাড়িয়াকে মডেল হিসেবে দাঁড় করাতে হবে। আমার পাশে নয়, আপনাদের পাশে আমি আছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ এমদাদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মোঃ শাহজাহান নূরী, সহ-সভাপতি হাফেজ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম নূরী, বায়তুলমাল সম্পাদক মুফতি মিনহাজসহ উপজেলা খেলাফত মজলিসের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে কোরআন তেলাওয়াত করেন-হাফেজ মোঃ উছামা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here