ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে প্রশাসককে বাদ দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জুবায়ের হোসেন।
সরকারি গেজেট অনুযায়ী, ইউনিয়ন পরিষদের যেকোনো বৈঠক পরিচালনার এখতিয়ার কেবলমাত্র চেয়ারম্যান অথবা প্রশাসকের। প্রশাসক অফিসে থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য কারও সভাপতিত্বে সভা করা সম্পূর্ণ আইনবিরোধী বলে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য জুবায়ের হোসেনকে সভার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি বৈধ না অবৈধ সে সম্পর্কে আমার জানা নেই। যদি এটা মিটিং হিসেবে অভিহিত হয় তাহলে আমার করার কিছু নেই।
অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসমা খাতুন অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানতে পারি এটি আসলে কীসের মিটিং ছিল। আমাকে আগে থেকে কিছু না জানিয়ে শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে।
৬নং ত্রিশাল ইউনিয়নের প্রশাসক মো. এনামুল হক বলেন, প্রশাসককে বাদ দিয়ে এ ধরনের সভা সম্পূর্ণ অবৈধ। ইউনিয়ন পরিষদের সভা পরিচালনার এখতিয়ার অন্য কারও নেই। বিষয়টি আমি পরে জানতে পেরেছি। যেহেতু এটি আইনবহির্ভূত কাজ, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন স্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।