বিচ্ছেদের জেরে দ্বন্দ্ব, সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা

1

ময়মনসিংহে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিরোধের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রওশন আরা। তিনি একই এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। আত্মহননকারী মো. রাকিব (৫০) সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাকিব এলাকায় ছিলেন না৷ এরইমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু ডিভোর্স হওয়ার পর তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব। সকাল সাড়ে ৬টার দিকে রাকিব ওই ভাড়া বাসায় গিয়ে রওশন আরাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে একই কক্ষে আত্মহত্যা করেন।

গুলকিবাড়ী এলাকাটি কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। ফাঁড়িটির ইনচার্জ মো. সাজেদ কামাল জাগো নিউজকে বলেন, থানায় খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here