Home ময়মনসিংহ মুক্তাগাছায় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কর্মসূচি অনুষ্ঠিত

মুক্তাগাছায় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কর্মসূচি অনুষ্ঠিত

2
মুক্তাগাছায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই, বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম বলেন, “পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এগুলো অত্যধিক পানি শোষণ করে মাটির আর্দ্রতা হ্রাস করে এবং পাতার টক্সিনের কারণে মাটিকে বিষাক্ত করে তোলে, ফলে আশেপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না।”

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের আহ্বান জানানো হয়েছে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here