নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভারশালীর সহায়তাল ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট।
শনিবার ভোরে সরেজমিন দেখা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি ঘাটে বালু উত্তোলন করে অবাধে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ঘাটটির ইজারা না থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
জানা যায়, গভীর রাতে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব।শত শত সেলু ইঞ্জিন চালিত ট্রলারে করে মরিচার চর ও কাশিয়ারচর থেকে বালু আনা হয় লাটিয়ামারি ঘাটে।
প্রশাসনের দৃষ্টি এড়াতে সকাল ৯ টার মধ্যেই বালু উত্তোলন ও বিক্রি শেষ হয়ে যায়। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ কোনো কার্যকরী ভূমিকা না রাখায় ওই এলাকার মানুষ ক্ষোভ জানিয়েছেন।
পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশ রয়েছে কাশিয়ার চর থেকে কালির বাজার খেয়াঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলন করা যাবে না। অথচ ওই এলাকার একটি প্রভাবশালী মহল এ নির্দেশনাকে তোয়াক্কা না করে দেদারসে বালু উত্তোলন করে বিক্রি করছে বলে জানা গেছে।
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন ঈশ্বরগঞ্জ এর সাধারণ সম্পাদক আশকর আলী জানান, ‘নদী খনন ও অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে সোচ্চার থাকায় প্রভাবশালী মহলের হুমকিতে আমি এখন বাড়ি ছাড়া।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান,ইতোমধ্যে উচাখিলার বটতলা ঘাটে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। শীঘ্রই লাটিয়ামারি ঘাটেও অভিযান চালানো হবে।