ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের কুরশিপাড়া বাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে লোকজনের যাতায়াত করছিলো কিন্তু সরকারী ভাবে রাস্তাটি পাকা করার কাজ শুরু করলে মালিক পক্ষের মিজানুর রহমান গং বাদী হয়ে ঈশ^রগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ২১৯নং অন্য প্রকার মোকদ্দমা দায়ের করেন। এই মোকদ্দমায় জেলা ডেপুটি কমিশনার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল.জি.ই.ডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কশিমনার ভূমি কে বিবাদী করা হয়েছে। ওই মামলায় মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার।
উপজেলা নির্বাহী অফিসার দাবী করেন, অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর দাগে কাজ হয়নি হচ্ছে সরকারী জয়গায়।