অনলাইন ডেস্ক : ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় জনগণের আস্থা অর্জনে ভালবাসা পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন। হতদরিদ্রদের মাঝে সরকারী সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করছেন।
জানা গেছে, উপজেলা বিসকা ইউনিয়নে ভূমিহীন রিপন মিয়া স্ত্রীসহ তিন সন্তান নিয়ে মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দিনাতিপাত পলিথিনের ছাউনি দিনাতিপাত করছেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘরের ভিতরে পানি পড়তো অন্তহীন কষ্ট রিপন মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস কর ছিলো। বিষয়টি তারাকান্দা লাইভ একটি আইডি থেকে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়লে তারাকান্দা উপজেলা নির্বাহী মোঃ জাকির হোসাইন উনার নজরে আসে।
বুধবার ২০ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার ছুটে যান ওই বিসকা ইউনিয়নে সরকারী মানবিক সহায়তাসহ দুই শতক জমির ব্যবস্থা করে দেন স্থানীয় লোকজনের মাধ্যমে।
আর্থিক সহযোগিতার মধ্যে ছিলো- ৩ বান টিন, নগদ ৯ হাজার টাকা, ৩ প্যাকেট শুকনো খাবার, ৫ টি কম্বল। এমন একটি ভালো কাজের প্রশংসা কুড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন।