তারাকান্দায় বৃদ্ধের আত্মহত্যা

4

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় ঋণের চাপে বিলের মধ্যে জারুল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন উমেদ আলী (৬০) নামের এক বৃদ্ধ। বৃদ্ধ উমেদ আলী উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র। তিনি ২ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক।

২০ আগষ্ট (বুধবার) দুপুরে বাড়ী থেকে দূরে বিলের মধ্যে জারুল গাছ থেকে উমেদ আলীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই মো.শরীফুজ্জামান শরীফ গনমাধ্যমকে বলেন, সকাল থেকে নিখোঁজ ছিলেন উমেদ আলী। এদিকে দুপুরে স্থানীয়রা বিলের ভিতর জারুল গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মরদেহটি থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here