বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকার স্মরণে গৌরীপুর গণপাঠাগারে স্মরণ সভা

6

Oplus_2

oplus_34

গৌরীপুর প্রতিনিধি : বরেণ্য বুদ্ধিজীবী স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার স্মরণে গৌরীপুর গণপাঠাগারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গণপাঠাগারের পাঠ কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পাঠাগারের পরিচালক মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-গৌরীপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ জিএম, ধনীয়াকান্দি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা পরিচালক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষিকা নাদিরা জামান পান্না, গণপাঠাগারের দপ্তর পরিচালক প্রভাষক সেলিম আল রাজ, অনুষ্ঠান বিষয়ক পরিচালক প্রভাষক মোখলেছুর রহমান, সাংস্কৃতিক কর্মী গোপা দাস, পাঠক সদস্য এম আব্দুস সালাম প্রমুখ।

অধ্যাপক যতীন সরকারকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন পাঠাগারের সদস্য আফরোজা আবেদীন।এছাড়াও এতে উপস্থিত ছিলেন- কবি শামীমা খানম মীনা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংস্কৃতিক কর্মী ইশরাত রেখা বিন্দু, চায়না রাণী সরকারসহ গৌরীপুর গণপাঠাগারের পাঠক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here