গফরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

5
oplus_132098

গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ডিসপেনসারি হলরুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন।

এতে জানানো হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ১ লক্ষ ৩৭ হাজার শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েডর ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন গ্রহণের জন্যাধীবঢ়র.মড়া.নফ এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীম জাহান তন্বী, উপজলা সেনেটারি ইন্সপেক্টর আঃ কুদ্দুস, শিক্ষক, গণমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here