
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দল। গত ২৪ আগস্ট এসব কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌর শহরে আনন্দ মিছিল করেছেন গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেছেন।
নবগঠিত কমিটির গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন আলম ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সভাপতি মোঃ মিয়াদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শরীফ ভুঁইয়া, গৌরীপুর মহিলা কলেজে সভাপতি ফাইজা আক্তার ও সাধারণ সম্পাদক আফরোজা চৌধুরী।
আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন-গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আবিদ হাসান রাহাত, মহিউদ্দিন তালুকদার আকাশ, জহিরুল ইসলাম, আল ইমরান, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন রুবেল, রিশাত, সদস্য তানভীর আহমেদ, শাহিনুল ইসলাম হৃদয়, ছাত্রদল নেতা মোকছেদুল মোমেন, তাওহীদুল ইসলাম সরকার, মশিউর রহমান রবিন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জিকু সরকার প্রমুখ।