তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রামপুর ইউনিয়নে কাকুড়া গ্রামের নার্গিস আক্তার (৪৫) আদালতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ওই গ্রামের আমজাদ আলী (৫৫) কে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে।
এ বিষয়ে আমজত আলী জানান, নার্গিস আক্তার আমার বিরুদ্ধে ১১ টি মামলা করে। সর্বশেষ মামলাটি করে, ৩ তিন লক্ষ বিশ হাজার টাকার গাছ কেটে ফেলেছেন এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। যার সি আর মোকদ্দমা নং ৪৪৫।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসী জানান, ওই জমিতে গাছ কাটার কোন অস্তিত্ব নেই। ভৃত্তিহীন মিথ্যা মামলা করেছেন নার্গিস।
আমজত আলী জানান, বিআরএস ৪৬ নং খতিয়ান ভুক্ত ২৯৭ নং দাগের ২৫.৫০ শতাংশ ছালাম ও জাহের আলীর নিকট হয়তে সাফ কাওলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে বিদ্যমান রয়েছেন।
কিন্তু নার্গিস আক্তার একের পর এক আদালতে মামলা দিয়ে হয়রানি করছে, স্থানীয়ভাবে একাধিক শালিশি দরবার হলেও মানছেন না নার্গিস আক্তার। উল্টো ওই পঁচিশ শতাংশ জমির তাদের বলে দাবি করছে আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ছালাম ও জাহের আলীর জানান, নার্গিস আক্তার সম্পর্কে আমাদের ফুফু হয়,তার কাছে বিআর এস মূলে ২৯৭ একই দাগের চার শতাংশ জমি বিক্রি করি। দলিল নাম্বার ১৫৯৬। পরবর্তীতে ওই জমি পাশের বাড়ির ফজলুল হকের কাছে বিক্রি করে দিয়েছে।
আদালতে অযথা মামলা দিয়ে হয়রানি করছে, ২৯৭ দাগে নার্গিসের কোন সম্পত্তি নেই।
এ বিষয়ে নার্গিস আক্তার জানান, আরও আর মূলে জমির মালিক তিনি। তাহলে বিআর এস মূলে চার শতাংশ জমি ক্রয় করলেন কেমনে এই প্রশ্নের কোন উত্তর সঠিক উত্তর দিতে পারেনি।