গফরগাঁও সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে খান বাহাদুর ইসমাইল (কেবিআই) সড়কে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আজাহারুল ইসলাম বকুল (৬০) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পাশের ত্রিশালে আউলিয়া নগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় তিনি ময়মনসিংহ থেকে গফরগাঁও আসছিলেন।
নিহত আজাহারুল ইসলাম বকুলের বাড়ি গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামে।