নিজস্ব সংবাদদাতা : পরিবেশ,সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক ময়মনসিংহের অরাজনৈতিক সংগঠন প্রেরণা দ্বি বার্ষিক সম্মেলন সম্প্রতি সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মমনসিংহ নগরীর বিশিষ্ট সমাজসেবক ফরহাদ হাসান খানকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমর চৌধুরী বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য প্রেরনার নতুন কমিটি গঠন করা হয়েছে।
অরাজনৈতিক পরিবেশবাদী প্রেরণার নতুন কমিটিতে পরিতোষ দাস ও অহিদুজ্জামানকে সহ-সভাপতি, মোশারফ হোসেনকে যুগ্ন সম্পাদক, আবু সাঈদ প্রিন্সকে সংগঠনিক সম্পাদক, এস এম জোবায়েরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল ইসলাম জুয়েলকে ভ্রমন সম্পাদক, দর্পণকে অর্থ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহিন হালিম ডনকে ক্রীড়া সম্পাদক ও আরিফুজ্জামান রানাকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও নির্বাহী কমিটিতে ১১জন সদস্য রয়েছে।
পরিবেশ,সামাজিক,স্বাস্থ্য বিষয়ক এবং পরিবেশবাদী সংগঠন প্রেরণায় এ বছর নতুন একটি পদ সৃষ্টি করে জুলফিকার হায়দার জুলফিকে চীফ কোঅর্ডিনেটর করা হয়েছে।
এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। পরিবেশবাদী অরাজনৈতিক সংগঠন প্রেরণা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে পরিবেশ,সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নে কাজ করছে।