ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর কলসিন্দুর ও ঘোঁষগাও কামাক্ষা মন্দির পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দকৃত বালু বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় হস্তান্তর করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, ধোবাউড়া থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের অভিযান চলমান থাকবে।