গফরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) গফরগাঁও উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও সরকারি কলেজ প্লাটুনে এ কাউন্সিল হয়।
উক্ত কাউন্সিলর প্রধান অতিথি ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি সারোয়ার হোসেন।
উপজেলার এক্স ক্যাডেটদের প্রত্যক্ষ ভোটে দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে রিফাত হোসেন দিলু, সাধারণ সম্পাদক পদে রিফাত খান ও সাংগঠনিক সম্পাদক পদে সাদিকুল ইসলাম নির্বাচিত হয়। উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি সারোয়ার হোসেন।