নিজের দোকানে বসে ব্যবসা করছিলেন যুবক। হঠাৎ ভেতরে প্রবেশ করে একটি বিষধর গোখরা সাপ। ডোরা পাকিয়ে বসে থাকে ক্যাশবাক্সের নিচে। একপর্যায়ে যুবকটির ডান পায়ে কামড় দেয়। এতেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।
শনিবার (১২ জুলাই) রাত আটটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর আলম তুষার (২৫)। তিনি একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহাঙ্গীর আলম তুষার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় দোকানের ক্যাশবাক্সের নিচ থেকে একটি বিষধর সাপ বেরিয়ে তার ডান পায়ে কামড় দেয়। জাহাঙ্গীর সাপ দেখতে পেয়ে জোরে পা ঝাড়া দিলে সাপটি ছিটকে পড়ে যায়। এরপর ডোর বেঁধে প্রাইভেটকারযোগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আওলাদ রুবেল বলেন, রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিকেলে স্থানীয় এক ওঝা এসে দোকানঘর তল্লাশি করে বিষধর গোখরা সাপটিকে ঘরের ভেতরেই দেখতে পায়। পরে ওঝা সাপটিকে ধরে প্লাস্টিকের পাত্রে ভরে রাখে।
তিনি বলেন, জাহাঙ্গীর ৮ মাস আগে বিয়ে করেছিলেন। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।