ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. রইছ উদ্দিন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুরে কোমরদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রইছ উদ্দিন একই গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রইছ উদ্দিনের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে রাজিমের সঙ্গে পাশের বাড়ির কয়েক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার একপর্যায়ে বড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় ইব্রাহিম ও রমজানসহ কয়েকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রইছ উদ্দিনের বাড়িতে হামলা করেন। হামলায় রইছ উদ্দিন গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও এক পুরুষকে হেফাজতে নোওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।