তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিস চালু

16

তারাকান্দা প্রতিনিধি:সেবাই আদর্শ, এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ-শেরপুর সড়কে (তারাকান্দা/ফুলপুর) বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার সকালে শম্ভুগঞ্জ এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

পরে তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিসটি আসলে প্রশাসনের উদ্যোগে কেক কাটা,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা,বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান,বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে সুন্দর আচরণ ভালোমানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রধানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহবান জানান উদ্বোধকরা।এই সময় তারা বলেন,ফুলপুর তারাকান্দার নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।

বাস সার্ভিসগুলো ময়মনসিংহ থেকে তারাকান্দা/ফুলপুর পর্যন্ত চলাচল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here