নিজস্ব সংবাদদাতা : শহীদ জিয়া স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে উদ্বোধন হয়েছে।
শনিবার (৯ই আগষ্ট) বিকেলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির ১নং সদস্য এনামুল হক আকন্দ লিটন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রউফ আকন্দ রতন, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমিন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ প্রমুখ। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ সদর ও হালুয়াঘাট ফুটবল দল অংশগ্রহণ করেন।