Home Uncategorized মুক্তাগাছায় নয়ন স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুক্তাগাছায় নয়ন স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

6

মুক্তাগাছায় পরিবেশ রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে নয়ন স্মৃতি সংসদ। সংগঠনটি স্থানীয় ১১টি স্কুলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছপালা রোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

রবিবার (২৯ জুন) সকাল ১১টায় হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ মিয়া, নয়ন স্মৃতি সংসদের প্রতিনিধিবৃন্দ—কাজী তাপস সোহাগ, রাসেল আওয়াল ও ফারুক রুবেল।

প্রধান শিক্ষক মো. সুরুজ মিয়া নয়ন স্মৃতি সংসদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মের এই ধরণের ইতিবাচক অংশগ্রহণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন বর্ষাকাল—গাছ লাগানোর উপযুক্ত সময়। খালি জায়গা ও পতিত জমিতে বেশি করে গাছ লাগিয়ে আমাদের চারপাশকে সবুজে ভরে তুলতে হবে।”

নয়ন স্মৃতি সংসদের সদস্যরা জানান, তারা প্রতি সপ্তাহে একটি করে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ লাগাবেন এবং পাশাপাশি পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা করবেন।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে মুক্তাগাছার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ শুধু সবুজায়নই পাবে না, বরং নতুন প্রজন্ম পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠবে—এমনটাই আশা করছে আয়োজক সংগঠন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here