ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

22

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ববিরোধের জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, ‘গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here