ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

6

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল এক ব্যবসায়ীর। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ব্যবসায়ীর নাম আব্দুল জব্বার খান (৭৩)। তিনি ফুলপুর গ্রীণ রোড মোড়ের তেপ তোষক ব্যবসায়ী।

পরিবার সূত্রে জানা যায়, ফুলপুর থেকে ব্যবসায়ী আব্দুল জব্বার খান মঙ্গলবার দুপুরে শ্যামলী বাংলা পরিবহনে একটি বাসে ময়মনসিংহ শহরে মেয়ের বাসায় যাচ্ছিলেন।পথে ফুলপুর-ময়মনসিংহ সড়কে অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে নেশাজাতীয় দ্রব্য ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন ও জ্ঞান হারান।
এসময় তারাকান্দা থেকে স্থানীয়রা ফুলপুর হাসপাতালে নিয়ে আসেন। ফুলপুর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে ব্যবসায়ী আব্দুল জব্বার খান মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here