স্পেশাল ট্রেন ও ২৫০ বাসসহ ঢাকায় ময়মনসিংহ জামায়াতের নেতাকর্মীরা

15

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে স্পেশাল ট্রেন ও ২৫০ বাসসহ ঢাকায় পৌঁছেছেন ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ে বলে জানিয়েছেন রেলের সুপারিটেডেন্ট নাজমুল হক খান।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে নেতারা স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করলে তা ভাড়া হিসেবে দেওয়া হয়।

ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আটটি কোচ বিশিষ্ট স্পেশাল ট্রেনটির আসন সংখ্যা ৪২৮টি। ঢাকা যাওয়া-আসার ভাড়া ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা। ট্রেনটি সমাবেশ শেষ হলে ঢাকা থেকে পুনরায় ছেড়ে আসবে।

ঢাকায় সমাবেশ সফল করতে ভোর থেকেই স্টেশনে জড়ো হতে থাকেন জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেখা যায় ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীমকে।

জামায়াত নেতারা জানান, ময়মনসিংহ থেকে নেতাকর্মীদের সমাবেশে নিয়ে যেতে কমপক্ষে ২৫০টি বাস প্রস্তুত ছিল। যেসব কর্মী বাসে জায়গা পাবেন না, তারা বাস কিংবা ট্রেনে যাবেন। অনেকে যাবেন প্রাইভেটকারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here